বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২১, ১৬:২১

চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ইন্তেকাল : দাফন সম্পন্ন

চুয়াডাঙ্গা, ১ সেপ্টেম্বর, ২০২১ (বাসস : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধ সিরাজুল ইসলাম(৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। 
গতকাল দুপুরে এই বীর মুক্তিযোদ্ধা কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে এক সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
আজ দুপুরে মুন্সিপুর ইদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন কাজ সম্পন্ন হয়।