জয়পুরহাট, ১ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে বুধবার সকালে আলোচনা, ছড়া, কবিতা, গান এবং শিশুদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করেছে জয়পুরহাটের স্থানীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন একুশে আবৃত্তি পরিষদ।
জেলার ঐতিহ্যবাহী লাইব্রেরী ও ক্লাবের সাংস্কৃতিক ভবনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই মুহাম্মদ সামাদের লেখা কবিতা ’মুজিব’ আবৃত্তি করেন অংশগ্রহণকারী শিশুরা। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক এবং একুশে আবৃত্তি পরিষদের সভাপতি রাজা চৌধুরী। বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন অংশ তুলে ধরে বক্তব্য নবনাট্য সংঘের সাধারণ সম্পাদক দীলিপ সেন, কবি এনামুল হক টপি, একেএম আব্দুল আজিজ সংগীত ভূবনের সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী তামান্না ইয়াসমিন প্রমূখ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন এনামুল হক টপি, ছড়াকার মুস্তাফা আনছারী। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর রচিত ভাওয়া গান পরিবশেন করেন ছায়ানটের প্রশিক্ষক এরফান আলী। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার লক্ষে অনুষ্টানের শেষে শিশুদের হাতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়।