বাসস
  ১০ জুন ২০২৩, ২০:২৫

চুনারুঘাটের চা বাগান ব্রীজ উদ্বোধন করলেন বিমান প্রতিমন্ত্রী

হবিগঞ্জ ১০ জুন, ২০২৩ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানের বহুপ্রত্যাশিত ব্রীজ উদ্বোধন করেছেন।
শনিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এ ব্রীজের উদ্বোধন করেন। 
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৭০ লাখ টাকা ব্যয়ে এ ব্রীজটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন এ ব্রীজের জন্য চা বাগানের মানুষকে কষ্ট করতে হয়েছে।  
উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, লুৎফুর রহমান মহালদার, আওযামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, আব্দুর রশীদ মাস্টার ও  স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক সরকার প্রমুখ।