বাসস
  ৩১ আগস্ট ২০২১, ২২:৫১
আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২২:৫৬

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড ও থানা সম্মেলন ডিসেম্বরের মধ্যেই

চট্টগ্রাম, ৩১ আগস্ট, ২০২১ (বাসস) : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় আগামী ডিসেম্বর মাসের আগেই মহানগরের আওতাধীন সকল ওয়ার্ড ও থানা পর্যায়ে সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে প্রতিটি ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় মহানগরের আওতাধীন ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড ও ১৫টি থানাকে সাংগঠনিকভাবে গতিশীল করতে বিগত ২০ ও ২১ জুন সার্কিট হাউজে অনুষ্ঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভার নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড ও থানা পর্যায়ে সম্মেলন করার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।
আজ মঙ্গলবার বিকেলে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, অনেক প্রতিকূলতা ও বিপর্যয় পেরিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নিজের ভিত্তিকে সুদৃঢ় করেছে। আমরা অনেক সংকট মোকাবেলা করে যে অবস্থানে আছি তা যেন আত্মকলহ ও বিবাদে বিলীন না হয়। তিনি আরো বলেন, কোনো ওয়ার্ডে কোনো বিতর্কিত ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়ে থাকলে তারা সদস্যপদ পাবে না। এ ধরনের কর্মকা- যাতে না ঘটে সে ব্যাপারে স্থানীয় নেতৃত্বকে অবশ্যই সতর্ক থাকতে হবে। নিজের বলয় ভারী করার জন্য অনুপ্রবেশকারীদের দুয়ার যদি কেউ খুলে দেয় তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ জনগণের দল। তাই দলের গণভিত্তিই হলো আমাদের মূল শক্তি। এই শক্তিকে অধিকতরভাবে সুসংহত করতে হলে নিজেদের মধ্যে আত্মশুদ্ধির মাধ্যমে যা সত্য এবং অনিবার্য তাকে মেনে নেওয়ার মানসিকতা অর্জন করতে হবে। তিনি আরো বলেন, সদস্য অন্তর্ভূক্তি ও নবায়নে যারা ইতোপূর্বে বই নিয়েছিলেন সে সকল বইয়ের অর্ধেকাংশ আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের কার্যালয়ে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় যারা বই ও অর্ধেকাংশ জমা দেবেন না তাদেরকে নতুনভাবে সদস্য গ্রহণ ও নবায়ন বই দেয়া হবে না। সভায় আগামী ১১ সেপ্টেম্বর মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠানের তারিখ ও সময় নির্ধারিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আলহাজ নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট সুনীল সরকার, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ বদিউল আলম, সম্পাদক ম-লীর সদস্য আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান শমসের, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মো. হোসেন, হাজী জহুর আহমদ, জালাল উদ্দিন ইকবাল, জোবায়েরা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, শহীদুল আলম, জহর লাল হাজারী, নির্বাহী সদস্য এম.এ.জাফর, আবুল মনসুর, নুরুল আবছার মিয়া, গাজী শফিউল আজিম, সৈয়দ আমিনুল হক, প্রকৌশলী বিজয় কিষাণ চৌধুরী, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, জাফর আলম চৌধুরী, এডভোকেট কামাল উদ্দিন আহমেদ, মহব্বত আলী খান, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, ড. নেছার উদ্দিন মনজু, হাজী বেলাল আহমেদ, মোর্শেদ আকতার চৌধুরী প্রমুখ।