বাসস
  ০৯ জুন ২০২৩, ২১:৪৫

সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর-চালবন সড়কের মেরামত কাজ উদ্বোধন

সুনামগঞ্জ, ৯ জুন ২০২৩ (বাসস): জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় আজ আটকোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে কাচিরগাতি-বিশ্বম্ভরপুর (জেড-২৮০৪) সড়কের আম্বর পয়েন্ট থেকে চালবন পয়েন্ট পর্যন্ত সড়কের মেরামত ও পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। 
আজ শুক্রবার বিকালে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) আয়োজিত এক অনুষ্ঠানে পাকাকরণসহ মেরামত কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। 
এ সময় সুনামগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো.আশরাফুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদ, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।