বাসস
  ০৯ জুন ২০২৩, ২০:৫৫
আপডেট  : ০৯ জুন ২০২৩, ২১:৩৮

সদস্যদের ‘হেপাটাইটিস-বি’ টিকা দেওয়ার উদ্যোগ ডিআরইউ’র

ঢাকা, ৯ জুন, ২০২৩ (বাসস) : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) পক্ষ থেকে সদস্যদের জন্য ‘হেপাটাইটিস-বি’ ভাইরাস প্রতিরোধক টিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি এই সংগঠনের কয়েকজন সদস্য যকৃতের সমস্যাজনিত (লিভার সিরোসিস) রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় ডিআরইউ’র বর্তমান কার্যনির্বাহী কমিটি ইউনিটি’র সদস্যদের লিভার সিরোসিস রোগ প্রতিরোধে ‘হেপাটাইটিস-বি’ টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করে। আজ শুক্রবার ডিআরইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 
‘হেপাটাইটিস বি’ ভাইরাসের টিকা দিতে ইচ্ছুক সদস্যদের আগামী ২০ জুনের মধ্যে ডিআরইউ কার্যালয়ে ১০০টাকা জমা দিয়ে নাম নিবন্ধন করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রেশনের সময় সদস্যদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে।