ঢাকা, ৩১ আগস্ট, ২০২১ (বাসস) : ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে স্থান করে দিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)।
সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক দ্বি-পাক্ষিক সভায় ইউজিসি ও টাইমস হায়ার এডুকেশন এই সিদ্ধান্ত নিয়েছে।
ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ'র সভাপতিত্বে এই সভায় বক্তৃতা করেন কমিশনের সদস্য ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন এবং অধ্যাপক ড. মো. আবু তাহের।
ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের উল্লেখ করার মতো সাফল্য রয়েছে। কিন্তু ওয়ার্ল্ড র্যাংকিংয়ে স্থান পেতে এসব অর্জনসহ যে সকল তথ্য আবশ্যিকভাবে প্রদান করতে হয় সে সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় যোগ্যতা থাকা সত্ত্বেও এসব বিশ্বাবদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাংকিংয়ে স্থান পাচ্ছে না। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়গুলো সম্পর্কে অবহিত করতে হবে।
তিনি আরো বলেন, ইউজিসি এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একাধিক অবহিতকরণ কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন করবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে মাস্টার ট্রেইনার তৈরি করা হবে, যারা পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনতে পারবে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ওয়ার্ল্ড র্যাংকিংয়ের বিভিন্ন শর্ত ও প্যারামিটার সম্পর্কে অবহিত করা গেলে বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাংকিং-এ বাংলাদেশ স্থান করে নিতে সক্ষম হবে।
স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এসিউরেন্স (এসপিকিউএ) বিভাগের পরিচালক ড. মোঃ ফখরুল ইসলাম সভায় স্বাগত বক্তৃতা করেন।
টাইমস হায়ার এডুকেশন (টএইচই) এর পক্ষ থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক রিতিন মালহোত্রা।
সভাটি সঞ্চালনা করেন এসপিকিউএ বিভাগের অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন।
অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন বলেন, বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছে এবং একই সময়ে টাইমস হায়ার এডুকেশন (টএইচই) যাত্রা শুরু করেছে। তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)-এর ৫০ বছর পূর্তির সময়কে স্মরণীয় করে রাখতে ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের উচ্চশিক্ষাকে এগিয়ে নিতে যৌথভাবে একাধিক সেমিনার ও কর্মশালা আয়োজনের প্রস্তাব করেন।