বাসস
  ০৮ জুন ২০২৩, ১৮:০০
আপডেট  : ০৮ জুন ২০২৩, ১৮:০৪

ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে এ পর্যন্ত ৫০,৩৯৯ জনের কর্মসংস্থান হয়েছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ৮ জুন, ২০২৩ (বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় এ পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ১২৯ জনের বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী কর্মসংস্থানসহ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে মোট ৫০ হাজার ৩৯৯ জনের।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। 
জাহিদ আহসান রাসেল বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সরকারের অগ্রাধিকার প্রাপ্ত কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম। বর্তমান সরকারের ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের জন্য শিক্ষিত বেকার যুবদের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০৯-১০ অর্থবছরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি গ্রহণ করা হয়।
তিনি জানান, এ কর্মসূচির ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ এবং ৭ম পর্বের কার্যক্রম ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। ৮ম পর্বের কার্যক্রম চলমান রয়েছে এবং এ পর্বের কার্যক্রম আগামী ৩১ আগস্ট সমাপ্ত হবে।
এ পর্যন্ত ৮টি পর্বের দেশের ৪৮টি জেলার ১৩৭টি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এ কর্মসূচির মোট বাছাইকৃত উপকারভোগীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৬১৪ জন। এ পর্যন্ত মোট ২ লাখ ৩৫ হাজার ৪৬৪ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।