ঢাকা. ৮ জুন, ২০২৩ (বাসস) : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, গাজীপুরের আয়োজনে ভাইরাস মুক্ত বীজ আলু উৎপাদনের লক্ষ্যে তিন দিনব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ আজ শেষ হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে বারি’র বিজ্ঞানী ও ব্রাকের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বারি’র পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
এছাড়াও অনুষ্ঠানে কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুল ইসলাম এবং ড. মো. মোশাররফ হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।