শিরোনাম
গোপালগঞ্জ, ৮ জুন, ২০২৩ (বাসস) : জেলার কাশিয়ানীতে আজ একটি পিকআপ ভ্যানকে অপর একটি ট্রাকের ধাক্কায় পিকআপ হেলপার আবুল হোসেন (৪২) নিহত হয়েছেন।
সকাল ৯ টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় এ দুূর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ হেলপার কুমিল্লার মেঘনা উপজেলার চালিডাংগা গ্রামের আব্দুল বারেকের ছেলে।
কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঢাকা হতে যশোরগামী জেনারেটর বোঝাই (ঢাকা মেট্রো-ন- ১৯-৭৭৪৪) পিকআপকে খুলনা হতে ঢাকাগামী (যশোর- ট- ১১-৪৭৩৬) ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পিকআপের হেলপার মো. আবুল হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরো জানান, ভাংগা হাইওয়ে থানার পুলিশের কাছে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ আটক আছে। এছাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে মৃতদেহ হন্তান্তর করা হয়েছে।