বাসস
  ০৬ জুন ২০২৩, ১৮:৫৩

প্রতিবন্ধী ভাতা মাসিক ৮৫০ টাকায় পৌঁছেছে : সমাজকল্যাণ মন্ত্রী

সংসদ ভবন, ৬ জুন, ২০২৩ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন,সরকার চলতি অর্থবছরে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ১০০ টাকা বাড়িয়ে ৮৫০ টাকা পর্যন্ত নির্ধারন করেছে।
তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য এম মুজিবুল হকের প্রশ্নের জবাবে এ কথা বলেন। 
মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে মাসিক প্রতিবন্ধী ভাতা চলতি অর্থবছরে (২০২২-২৩) আগের ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫০ টাকা করা হয়েছে।
সরকারি দলের সদস্য শাহে আলমের অপর এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশে দারিদ্রতা নিরসন এবং ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত্ত করার লক্ষে অঙ্গীকার বাস্তবায়ন ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে। ২০১০ সালের আগস্ট থেকে কর্মসূচির কার্যক্রম শুরু হয়। ২০২২-২৩ অর্থবছরে এ কর্মসূচির মোট বরাদ্দ ১২ কোটি টাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়