বাসস
  ০৬ জুন ২০২৩, ১৮:০৫
আপডেট  : ০৬ জুন ২০২৩, ১৮:০৯

গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যবহারের নীতিমালা প্রণয়ন করা হচ্ছে : মোজাম্মেল হক 

সংসদ ভবন, ৬ জুন, ২০২৩ (বাসস) : সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যবহার সংক্রান্ত নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে।
মন্ত্রী আজ সংসদে সরকারি দলের সদস্য এম. আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান। 
আ ক ম মোজাম্মেল হক বলেন, গাড়ীতে জাতীয় পতাকা এবং সরকারি মনোগ্রাম বা প্রতীক ব্যবহার সংক্রান্ত ‘বাংলাদেশ ন্যাশনাল এনথিম, ফ্ল্যাগ এন্ড এমব্ল্যাম অর্ডার, ১৯৭২’ রয়েছে। এই আইনে এতদসংক্রান্ত অপরাধের জন্য ১ বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়