বাসস
  ০৫ জুন ২০২৩, ১১:১৮

রাঙ্গামাটিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রাঙ্গামাটি, ৫ জুন, ২০২৩ (বাসস) : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে  আজ আলোচনা সভা, বৃক্ষ
রোপণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
 প্লাষ্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে / সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ এ প্রতিপাদ্যকে সামনে রেখে  সোমবার সকাল ১০টায়  জেলা প্রশাসনের উদ্যোগে  জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক  মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত  ছিলেন  রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো : সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, জেলা তথ্য অফিসের উপ পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ ম্পাদক হাজী মো: কামাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সালেহ মো: শোয়াইব খান, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মো: নুরুল আবছার প্রমুখ।
আলোচনা সভার আগে শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে জেলা প্রশাসক কার্যালয়ে পর্যন্ত  র‌্যালী অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।