বাসস
  ০১ জুন ২০২৩, ১১:৩৫

রাঙ্গামাটিতে অগ্নিকান্ডে ৪টি দোকান ভষ্মীভূত

রাঙ্গামাটি, ১ জুন, ২০২৩ (বাসস) : জেলা শহরের কল্যাণপুর টিএন্ডটি এলাকায়  ভোর ৪টার দিকে অগ্নিকান্ডে ৪টি দোকান ভষ্মীভূত হয়েছে।
শহরের কল্যাণপুর  টিএন্ডটি  রাস্তার  পাশে অগ্নিকান্ডে এসব  দোকানঘর সম্পূর্ণভাবে পুড়ে যায় বলে বাসসকে
জানিয়েছেন দোকানের মালিক মো: পাভেল উদ্দিন।
এ বিষয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো: বেলাল হোসেন  বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, আজ ভোর আনুমানিক ৪টার সময় শহরের কল্যাণপুর টিএন্ডটি এলাকা সংলগ্ন মুল সড়কের পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও  স্থানীয়রাসহ মিলে আমরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হই। তবে অগ্নিকান্ডে  ৪ টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে জানান তিনি।
পাশের একটি চায়ের দোকান থেকেই বিদ্যুৎ এর শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।