ঢাকা, ৩১ আগস্ট, ২০২১ (বাসস) : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
আজ এক শোক বার্তায় ড. মোমেন বলেন, নওশাদ কাইয়ুমের মৃত্যুতে দেশ একজন মেধাবী ও দক্ষ পাইলটকে হারালো।
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।