বাসস
  ৩০ মার্চ ২০২৩, ১৩:০৪

তুরস্কে ফুয়েল লোডিং অনুষ্ঠানে যোগ দিতে পারেন পুতিন

আঙ্কারা,৩০ মার্চ, ২০২৩ (বাসস ডেস্ক): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের আক্কুয়ু পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
তুরস্কের নেতা রিসেপ তায়িফ এরদোয়ান এ কথা বলেছেন।
এ হাবের টিভি চ্যানেলকে এরদোয়ান আরো বলেন, আক্কুয়ু পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ সফলতার সঙ্গেই এগিয়ে চলেছে। আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠেয় আয়োজনে তুরস্কে এসে পুতিন অংশ নিতে পারেন। আমরা উভয়ে সম্ভবত অনলাইনে যোগ দেবো।
দ্য আক্কুয়ু এনপিপি তুরস্কে নির্বিতব্য প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার সাথে ২০১০ সালে তুরস্কের আন্তর্সরকারি চুক্তির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর কাজ শেষ হলে এটি তুরস্কের বিদ্যুৎ চাহিদার দশ শতাংশ পূরণ করতে সক্ষম হবে।
বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছরেই চালু হওয়ার কথা রয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়