বাসস
  ২২ মার্চ ২০২৩, ১৭:২৯

যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা সর্বস্তরে বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে

ঢাকা, ২২ মার্চ, ২০২৩ (বাসস) : মেধাসম্পন্ন জাতি গঠনে সরকারের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা সর্বস্তরে বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। 
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বর্তমান সরকারের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা সর্বস্তরে বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে, তবেই একটি মেধা সম্পন্ন জাতি তৈরি হবে।’
ঢাকার জেলা প্রশাসক মো. মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. ন. ম. শামসুল আলম খান বক্তব্য রাখেন। 
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়