বাসস
  ২২ মার্চ ২০২৩, ১৫:২৬

নওগাঁয় দিনব্যাপী ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালা

নওগাঁ, ২২ মার্চ, ২০২৩(বাসস) : জেলায় দিনব্যাপী ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। নওগাঁ সদর মডেল মসজিদ ও ইসলামিক গবেষণা কেন্দ্র মিলনায়তনে  কর্মশালার আয়োজন করা হয়। 
ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মো. আব্দুল করিম। 
অন্যান্যের মধ্যে- অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি  মো. কায়েস  উদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নওগাঁর সাধারণ সম্পাদক বাসুদেব সাহা, নওগাঁ রাধাগোবিন্দ মন্দিরের  সহ-সভাপতি প্রদীপ কুমার হাজরা, নওগাঁ সেন্ট মার্ক চার্চের প্রতিনিধি রিচার্ড বাড়ৈ ও জর্জ মন্ডল, ভয়ালপুর বিশ্বনাথ  বৌদ্ধ বিহারের  প্রতিনিধি রবীন্দ্রনাথ কুজুরসহ কর্মশালায় প্রায় ১০০ জন বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়