বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৯

নারিন্দা এলাকা থেকে ১৮ মাস বয়সী শিশু কন্যা আয়েশা অপহৃত

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : ১৮ মাস বয়সের শিশু কন্যা আয়েশা গত বছর সেপ্টেম্বর মাসে রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকা থেকে অপহৃত হয়। সিআইডি কর্মকর্তারা আজ এখানে এ কথা বলেছেন। 
পুলিশ জানায়, অপহৃত আয়েশার মা ময়না (৪০) গত বছর ৭ সেপ্টেম্বর শিশুটিকে নিয়ে নারিন্দা কেএ হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভিক্ষা করছিলেন। এক সময় তিনি মেয়েকে রেখে স্কুলের টয়লেটে গেলে আয়েশা অপহৃত হয়। 
আয়েশার বাবা মোশাররফ হোসেন এ ঘটনায় গত বছর ২০ সেপ্টেম্বর গেন্ডারিয়া থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন।  
আজ বাসস-এ পাঠানো সিআইডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা করা হলেও পুলিশ এখনো আয়েশাকে উদ্ধার করতে পারেনি
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়