বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৮

লালমনিরহাটে ‘বাংলা ইশারা ভাষা’ দিবস পালিত

লালমনিরহাট,৭ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : জেলায় আজ 'বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যাক্তির জীবনমান উন্নয়ন' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে  বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে শহরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক ও বানহার্ডট্ ইনক্লুসিভ স্কুলের হলরুমে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালমনিরহাট জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরের জেলা কর্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে।
প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. আফরোজা খাতুন, জেলার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় প্রমুখ।
এ কর্মসূচিতে জেলা সমাজসেবা কর্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়