বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২২

রাঙ্গামাটিতে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা

রাঙ্গামাটি,১ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে আজ বেলা ১১টায় ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে এসভা অনুষ্ঠিত হয়।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচালক মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া এবং অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন সংস্থার -সভাপতি মুক্তিযোদ্ধা এম এ রশিদ, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা মুহাম্মদ শরীফ জিন্নাহ, সাংবাদিক কামুজ্জামান জনি, দেলোয়ার হোসেন ভুইয়া, সদস্য মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের  অনেক দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 
দেশের এ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়