BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৪
আপডেট  : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৭

জয়পুরহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

জয়পুরহাট, ১ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : জেলায় আজ সকালে  পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে ৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।   
প্রধান অতিথি হিসেবে প্রতিন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। পুলিশ সুপার কার্যালয়ের সামনে চত্বরে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে এম এ মামুন খান চিশতী , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফারজানা হোসেন, জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা । অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, প্রতিবন্ধীরাও এ সমাজের মানুষ। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা গুলোকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান তিনি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়