BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ৩০ জানুয়ারি ২০২৩, ১১:২৯

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

বগুড়া, ৩০ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জেলার কাহালু উপজেলায় রোববার সন্ধ্যায়  ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম(৫২)। তিনি কাহালু উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ইব্রাহিম খায়ের ছেলে বলে জানান কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। 
তিনি জানান, কাহালু  উপজেলার  কালিয়াপুকুর এলাকায় রোববার সন্ধ্যার দিকে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার যাত্রী  শহিদুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায়  তার মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত ব্যক্তির লাশ বগুড়া শজিমেক হাসপাতলের মর্গে রাখা আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়