BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ২৬ জানুয়ারি ২০২৩, ১৬:১১
আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৩, ২০:২১

হেগে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা বাংলাদেশের

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৩ (বাসস) : হেগে এক কট্টর ডানপন্থীর সাম্প্রতিক পবিত্র কুরআন অবমাননার ঘটনার আজ তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
বিঞ্জপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ এ ধরনের জঘন্য কর্মকা-ের গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় চিহ্নের কোন ধরনের অবমাননাকে প্রত্যাখ্যান করেও এর প্রতিবাদ জানায়।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অনাকাক্সিক্ষত উসকানি ও মুসলমানদের প্রতি বৈষম্য বন্ধে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানায়।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়