শিরোনাম
নাটোর, ১৭ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জেলার গ্রামীণ জনপদের শীতার্ত মানুষের মাঝে লেপ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে‘শীতের হাসি’ নামক একটি সংগঠন। বিগত বছরগুলোর মত এবারও শতাধিক লেপ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে এ সংগঠনটি।
জেলার নলডাঙ্গা উপজেলার কুটুরীপাড়া, হলুদঘর ও বাঁশিলা গ্রামের সাতটি পরিবারে লেপ বিতরণের মধ্য দিয়ে গত ২৬ ডিসেম্বর কার্যক্রমের উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার ।
নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের শতবর্ষী অশীতিপর বৃদ্ধা খোদেজা বেওয়া লেপ পাওয়ার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, হিমেল রাতে ঘরের বেড়া দিয়ে শীত আসে। এখন লেপ পাওয়ায় শীত নিবারন হবে। লেপ প্রাপ্তিতে বাসুদেবপুর হাটবিলা গ্রামের অপর শতবর্ষী বৃদ্ধার চোখে আনন্দ অশ্রু।
ঘরবাড়ী নেই বলে বীরকুৎসা রেল ষ্টেশনেই সংসার পেতেছেন লুৎফর রহমান। কাগজের ফুল বিক্রি করে জীবন যাপন করেন তিনি। ঠান্ডা শীতের রাতে প্লাটফর্মে ‘শীতের হাসি’র লেপ তো পরম প্রাপ্তি বলে জানালেন লুৎফর রহমান।
‘শীতের হাসি’র সভাপতি মামুনুর রশীদ বলেন, গত রাতেও পাঁচ পরিবারে লেপ পৌঁছে দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৬২টি লেপ বিতরণ করা হয়েছে। চলমান এ কার্যক্রমে লেপ বিতরণের সংখ্যা একশ’ ছাড়িয়ে যাবে।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেন, অসহায় মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে ‘শীতের হাসি’ নামের সংগঠনটি। সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে কেউই আর অসহায় থাকবেন না।