রাঙ্গামাটি, ১৯ ডিসেম্বর ২০২২(বাসস): জেলার কাপ্তাই উপজেলায় আজ ঘাগড়া -চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া- বান্দরবান আঞ্চলিক মহাসড়কে ঘাগড়া সেতুর উদ্বোধন করা হয়েছে।
প্রায় সাতকোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ৪১ মিটার দীর্ঘ ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের এ পিসি গার্ডার সেতুটির নির্মানকাজ বাস্তবায়ণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
আজ সোমবার সকাল ১০টায় সেতুটি উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোফাজ্জল হায়দার, নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, ৩ নং ঘাগড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সেতু উদ্বোধনের আগে ঘাগড়াতে বৃক্ষ রোপণ করা হয়।