বাসস
  ৩০ নভেম্বর ২০২২, ১৬:৩৪

ডায়াবেটিক প্রতিরোধে উদ্যোগী হতে হবে : ডেপুটি স্পিকার

ঢাকা, ৩০ নভেম্বর, ২০২২ (বাসস): ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ডায়াবেটিক প্রতিরোধে উদ্যোগী হতে হবে।
তিনি বলেন, ডায়াবেটিক রোগে একবার আক্রান্ত হলে আজীবন চিকিৎসা গ্রহণ করতে হবে। ডায়াবেটিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা গেলে হাসপাতালের প্রয়োজনীয়তা কমে যাবে। জনগণের উচিৎ নিয়মিত ব্যয়াম, কায়িক শ্রম ও খেলাধুলার মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। 
ডেপুটি স্পিকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিতব্য পাবনা, বেড়া ডায়াবেটিক হাসপাতালের ৮ তলা  ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ। তিনি দুস্থদের  চিকিৎসায় হাসপাতাল নির্মাণ ও তাদের কল্যাণে বিভিন্ন ধরণের ভাতা প্রদান করে যাচ্ছেন।
এসময় মো. শামসুল হক টুকু হাসপাতালের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন। 
এতে বেড়া পৌর মেয়র এডভোকেট আসিফ শামস রঞ্জন, ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আমজাদ হোসেন, বেড়ার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়