বাসস
  ৩০ নভেম্বর ২০২২, ১২:১১
আপডেট  : ৩০ নভেম্বর ২০২২, ১৩:৩৩

চান্দিনার কংগাই-জরুন্ডা সড়ক নির্মাণ কাজ শুরু

॥ কামাল আতাতুর্ক মিসেল ॥
কুমিল্লা ( দক্ষিণ), ৩০ নভেম্বর, ২০২২ (বাসস) : জেলার চান্দিনা উপজেলার  কংগাই  থেকে জরুন্ডা  পর্যন্ত সড়ক নির্মাণ কাজ সম্প্রতি শুরু হয়েছে। এতে হাসি ফুটেছে কংগাই-জরুন্ডা, কেশেরা গ্রামের  অন্তত ৪ হাজার মানুষের।
 চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের জরুন্ডা গ্রামটি এতদিন অবহেলিত ছিল।  প্রায় দেড় হাজার মানুষের বসবাসের ছোট ওই গ্রামের বাসিন্দাদের সাথে অন্যান্য গ্রামের বাসিন্দাদের যোগাযোগ নেই বললেই চলে। যাতায়াতের জন্য মাত্র একটি সড়ক থাকায় পাশের গ্রামের বাসিন্দারা খুব বেশি প্রয়োজন না হলে যেত না জরুন্ডা গ্রামে।
ওই গ্রামটির পূর্ব, উত্তর ও পশ্চিম সীমানা ঘেঁসা কংগাই ও কেশেরা গ্রাম। কিন্তু যোগাযোগ সড়ক না থাকায় পাশের ওই দুই গ্রামের বাসিন্দাদের সাথে তাদের সর্ম্পকের দূরত্ব অনেক বেশি। সম্প্রতি স্থানীয় বাসিন্দাদের অনুরোধে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নির্দেশে সরকারি অর্থায়নে সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। শুরু হয়েছে কংগাই থেকে জরুন্ডা সড়ক নির্মাণ কাজ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চান্দিনা উপজেলার কুটুম্বপুর-কালিয়ারচর সড়কের কংগাই ফোটকাতলী বাজার সংলগ্ন এলাকা থেকে মাটি দিয়ে সড়ক নির্মাণের কাজ চলছে। এতে হাসি ফুটেছে কংগাই, জরুন্ডা ও কেশেরা গ্রামের অন্তত ৪ হাজার মানুষের।
গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেন বাসসকে বলেন, জরুন্ডা গ্রামের শিক্ষার্থীদের বিদ্যালয়সহ প্রধান সড়ক আসতে অন্তত ৩ কিলোমিটার ঘুরে আসতো হতো। এখন নতুন সড়ক নির্মাণ করা হলে জরুন্ডা ও কেশেরা গ্রামের শিক্ষার্থীরা খুব অল্প সময়ে যাতায়াত করতে পারবে। এছাড়া তিন গ্রামের মানুষ যে কোন সামাজিক কর্মকান্ডে খুব সহজেই যাতায়াত করতে পারবেন।
এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপস শীল বাসসকে বলেন, জনগণের দাবি বাস্তবায়ন করতে এমপি নির্দেশে ওই সড়কটি নির্মাণ হচ্ছে। এতে তিন গ্রামের মানুষের মাঝে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। চান্দিনা উপজেলায় ৪০ দিনের কর্মসূচিতে ৩১টি প্রকল্প রয়েছে। এর মধ্যে এ প্রকল্পটি অন্যতম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়