বাসস
  ২৮ নভেম্বর ২০২২, ১৮:৫৬
আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ২১:১৮

ভোলার দৌলতখানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ 

ভোলা, ২৮ নভেম্বর ২০২২ (বাসস) : জেলার দৌলতখান উপজেলায় আজ ৩২৩ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। 
আজ সোমবার উপজেলার দৌলতখান টাউন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সিদ্দিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৩২৩ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে ১৩০ জন জীবিত ও ১৯৩ জন মৃত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। জীবিত বীর মুক্তিযোদ্ধারা স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট গ্রহন করেছেন। অন্যদিকে, মৃত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা ডিজিটাল সার্টিফিকেট গ্রহণ করেন।