BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ২৮ নভেম্বর ২০২২, ১৮:২৯

ভোলার দৌলতখানে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

ভোলা, ২৮ নভেম্বর ২০২২ (বাসস) : জেলার দৌলতখান উপজেলায় আজ তিনহাজার সাতশ’জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 
২০২২-২৩ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম, মুগ ও খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। 
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এসব সামগ্রি বিতরণ করেন।
দৌলতখান উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে একবিঘা জমির অনুকূলে এসব বীজ ও সার প্রদান করা হয়। এর মধ্যে বীজ মোট ২২ দশমিক ১৭ মেট্রিকটন, এমওপি সার ৩০ দশমিক ৪২৫ মেট্রিকটন এবং ডিএপি সার ৩৮ দশমিক ৭৫ মেট্রিকটন রয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়