বাসস
  ০৪ নভেম্বর ২০২২, ২০:৩৭

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে লো-ভিশন বিভাগের উদ্বোধন

গোপালগঞ্জ, ৪ নভেম্বর, ২০২২ (বাসস) : গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে লো-ভিশন বিভাগের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ওই বিভাগের উদ্বোধন করেন প্রধান অতিথি কমিউিনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। এটি দেশের দ্বিতীয় লো-ভিশন বিভাগ।
গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা.দীপক কুমার নাগ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের লো-ভিশন বিভাগের প্রধান অধ্যাপক ডা.নাজনীন বেগম, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম আনওয়ারুর রউফ প্রমুখ বক্তব্য রাখেন।
পরে হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী কেক কেটে লো-ভিশন বিভাগের শুভ সূচনা করেন।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পর গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে লো-ভিশন বিভাগের কার্যক্রম শুরু হয়েছে।
এখান থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠি বিনামূল্যে লো-ভিশন চিকিৎসা পেয়ে উপকৃত হবেন।