বাসস
  ২৪ জুন ২০২১, ১৯:১৬

কুষ্টিয়ায় পচাগম দিয়ে আটা, সুজি, ময়দা প্রস্তুত করার দায়ে ফ্ল্ওায়ার মিলকে জরিমানা

কুষ্টিয়া, ২৪ জুন ২০২১ (বাসস): জেলায় আজ পচা গম সংরক্ষন ও আটা, সুজি, ময়দা প্রস্তুত করার দায়ে একটি ফ্লাওয়ার মিল’কে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 
আজ বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের বড়ষ্টেশন এলাকার কবি আজিজুর রহমান সড়ক সংলগ্ন সি.আর.পি ফ্লাওয়ার মিলে অভিযানকালে মিল মালিককে পচা গম রাখার অপরাধে জরিমানা এবং পচাগম অপসারণের নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট সবুজ হাসান র‌্যাব-এর এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 
র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মাহফুজুর রহমানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। 
মেজর মাহফুজুর রহমান জানান, গোপন সূত্রে পচা গম দিয়ে আটা, সুজি, ময়দা প্রস্তুতের খবর পেয়ে র‌্যাব জেলা সদরের কবি আজিজুর রহমান সড়ক সংলগ্ন মেসার্স সি,আর,পি ফ্লাওয়ার মিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে মিলের মালিক সৌরভ পালকে (৩২) একলাখ টাকা জরিমানা এবং পচাগম অপসারণের নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালত।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়