বাসস
  ১৬ অক্টোবর ২০২২, ১৯:৫০

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি অব্যাহত

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২২ (বাসস) : ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি অব্যাহত রয়েছে। 
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৪ হিজরি উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিদিন বাদ যোহর থেকে এশা পর্যন্ত বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচি গত ৮ অক্টোবর শুরু হয়েছে, চলবে ২২ অক্টোবর পর্যন্ত।    
এছাড়া ৯-২২ অক্টোবর বাদ আসর থেকে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মিলনায়তনে বাংলাদেশ বেতারের সাথে যৌথ উদ্যোগে সেমিনার, হামদ-নাত মাহফিল, ক্বিরাআত মাহফিল, নবীজির শানে স্বরচিত কবিতা পাঠের মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মাসব্যাপী বই  মেলার আয়োজন করা হয়েছে।