বাসস
  ০৩ অক্টোবর ২০২২, ২১:১৩

নীলসাগরে অবমুক্ত হলো ৪০০ কেজি মাছের পোনা

নীলফামারী, ৩ অক্টোবর, ২০২২ (বাসস): জেলার ইতিহাস এবং ঐতিহ্যের নীলসাগরের জলরাশিতে অবমুক্ত করা হয়েছে ৪০০ কেজি মাছের পোনা। 
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ওই পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।
শারমিন আক্তার জানান, মোট ৫৩ দশমিক ৯০ একর আয়তনের নীলসাগরের নীল পানির আয়তন ৩২ দশমিক ৭০ একর। বিশাল ওই জলরাশিতে মাছের উৎপাদন বৃদ্ধিতে রাজস্ব খাত থেকে ৪০০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে। এসব পোনার মধ্যে রুই, কাতল, মৃগেল প্রজাতি রয়েছে।
তিনি জানান, এলাকাটি পাখির অভয়ারণ্যের কারণে শীত মৌসুমে সেখানে সাইবেরিয়া থেকে প্রচুর অতিথি পাখি আসে। এসব পাখির খাদ্যের প্রয়োজন হয়। অপরদিকে ইতিহাস ঐতিহ্যের কারণে মৎস্য শিকারীরা আসেন সেখানে। প্রতি বছর সেখানে পোনা অবমুক্তকরণের সেটিও একটি কারণ।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়