BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ০৩ অক্টোবর ২০২২, ১৩:৫০

নড়াইলে বিশ্ব বসতি দিবস পালিত

নড়াইল, ৩ অক্টোবর, ২০২২ (বাসস) : জেলায় আজ বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।  সকালে জেলা প্রশাসন ও গণুপূর্ত বিভাগ, নড়াইলের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ  করে একইস্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমূখ।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়