বাসস
  ০২ অক্টোবর ২০২২, ১৫:৩৭

মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও সমাবেশ

দিনাজপুর, ২ অক্টোবর, ২০২২ (বাসস) : জেলায় আজ সকালে বাংলাদেশে ১৯৭১সালে সংঘঠিত গণহত্যার  জাতি সংঘের স্বীকৃতির দাবিতে  মানববন্ধন ও সমাবেশ হযেছে। জেলা শিল্পকলা একাডেমির সম্মূখ সড়কে আমরা একাত্তর দিনাজপুর আয়োজনে সাংস্কৃতিক কর্মী, সংবাদকর্মী, মুক্তিযোদ্ধা সেক্টর ফোরাম এর সদস্যরা  এ মানববন্ধন ও সমাবেশ  উপস্থিত ছিলেন।  
মুক্তিযোদ্ধা সেক্টর ফোরােমর সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংষ্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামালউদ্দীন বাচ্চু, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক সত্য ঘোষ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা, সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, সাবেক পরিচালক (স্বাস্থ্য) ডাঃ আহাদ আলী, মুকিদ হায়দার মোসাদ্দেক হোসেন প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হারুনুর রশিদ। বক্তারা বলেন, আগামী ৩ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা ও জেনোসাইড এর ঘটনা ঘটেছিল আমরা জাতিসংঘ কর্তৃক আর্ন্তজাতিক স্বীকৃতির দাবি করছি ।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়