বাসস
  ১৬ আগস্ট ২০২২, ১৫:৫৯

পিরোজপুরের পাড়েরহাট-হুলারহাট সড়ক পুনঃনির্মাণ কাজ শেষ

পিরোজপুর, ১৬ আগস্ট, ২০২২ (বাসস): ১৬ কোটি টাকা ব্যয়ে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পাড়েরহাট- হুলারহাট সড়ক পুন: নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী মাসে জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দর থেকে হুলারহাট নৌ-বন্দর পর্যন্ত এ সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
 বরিশাল বিভাগীয় পল্লী উন্নয়ন প্রকল্পের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন এ সড়কটির কাজ ২০১৮-২০১৯ অর্থ বছরে শুরু হয়ে ২০২২-২০২৩ অর্থ বছরে শেষ হচ্ছে। ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে এবং ১২ ফিট প্রস্থের এ সড়কটিতে বড়-ছোট মিলিয়ে ১৫টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। পুরো সড়কটিতেই করা হয়েছে বিটুমিন কার্পেটিং এর কাজ। এলজিইডি’র পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুস সত্তার হাওলাদার জানান ,এ সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলে হাজার হাজার নারী-পুরুষ-শিশু উপকৃত হবে। ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সড়কটির উভয় পাশের্^ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া কচা নদীর তীরবর্তী ৩টি ইউনিয়ন শারিকতলা, পাড়েরহাট ও শঙ্করপাশা এলাকার সবজি, মাছসহ বিভিন্ন কৃষিজাত পণ্য পরিবহণে এবং অফিস আদালতসহ বিভিন্ন স্থানে যাতায়াত খুবই সহজ হবে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়