বাসস
  ১৫ আগস্ট ২০২২, ১৭:৪১

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে ১৫আগস্ট শহীদদের প্রতি সংসদ সচিবালয়ের শ্রদ্ধা

ঢাকা, ১৫ আগস্ট ২০২২ (বাসস) : সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের নেতৃত্বে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও 'জাতীয় শোক দিবস-২০২২' উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ সোমবার সকালে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনস্বরূপ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তারা বনানী কবরস্থানে ১৫ আগস্ট ১৯৭৫ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এসময়, অতিরিক্ত সচিব নুরুজ্জামান, অতিরিক্ত সচিব স্বপন কুমার বড়াল, 'শোক দিবস-২০২২' পালন কমিটির আহ্বায়ক সংসদ সচিবালয়ের উপসচিব এস এম মঞ্জুর, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ফোরামের সভাপতি উপসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার, পরিচালক ও ফোরামের সহ-সভাপতি মো: তারিক মাহমুদ, ফোরামের সহ-সভাপতি উপসচিব আব্দুল কাদের জিলানী, ফোরামের সদস্য সচিব আসিফ হাসান-সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়