বাসস
  ১৩ আগস্ট ২০২২, ১৯:৩৫

১৫ আগস্টের সুবিধাভোগীরাই বঙ্গবন্ধু হত্যাকান্ডে জড়িত: আমু 

ঢাকা, ১৩ আগস্ট, ২০২২ (বাসস): ১৫ আগস্টের সুবিধাভোগীরাই বঙ্গবন্ধু হত্যাকান্ডে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর সুবিধাভোগী কারা ছিল? কারা ষড়যন্ত্র করেছে? জিয়া, মোশতাকের কাজ; সেটা পরিষ্কার করে দেয়। সেই ষড়যন্ত্র এখনও আছে। কেননা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করেছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউশনের সেমিনার হলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত আলোচনা সভায় আমির হোসেন আমু এসব কথা বলেন। 
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার নেপথ্য নায়কদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন সময়ের দাবি। দু’বছর আগেও আমরা বলেছি। একটা  বিচার বিভাগ হোক বা গণকমিশন হোক, সেটা  গঠন  করে নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হোক।’ 
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ড ছিল নিছক কোনো ব্যক্তির হত্যা নয়। বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানানোর ষড়যন্ত্র। সেই কাজ জেনারেল জিয়াউর রহমান পরিকল্পিতভাবে করেছেন। সংবিধানে এখনও সাম্প্রদায়িকতা-সামরিক সরকারের ক্ষত আছে। এগুলো ধীরে ধীরে দূর করতে হবে।
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর বলেন, বঙ্গবন্ধু হত্যার মূল নায়ক জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেওয়া হয়ে ছিল। যে কারণে সংবিধান সংশোধন করে জিয়া বিসমিল্লাহ বসাল মাথার উপর। বঙ্গবন্ধু ধর্মীয় রাজনীতি বন্ধ করেছিলেন জিয়া সেটা পুনরুদ্ধার করেন। 
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। অন্যান্যদের মধ্যে কবি ও সাংবাদিক সোহরাব হাসান বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়