বাসস
  ১০ আগস্ট ২০২২, ২০:১৭

পূজামন্ডপে হামলা ভাংচুরের বিচার দাবি জন্মাষ্টামী উদযাপন পরিষদের

ঢাকা, ১০ আগস্ট, ২০২২ (বাসস): পরিকল্পিতভাবে কুমিল্লা, নায়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রামের পূজামন্ডপে হামলা ভাংচুর এবং হিন্দু ধর্মালম্বীদের নির্মমভাবে হত্যার বিচার দাবি করেছে জন্মাষ্টামী উদযাপন পরিষদ বাংলাদেশ।
একই সাথে নড়াইলে শিক্ষক লাঞ্ছনা ও সাভারের শিক্ষককে পিটিয়ে হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। 
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ এসব দাবি জানানো হয়। একই সাথে আগামী ১৯ আগস্ট জন্মাষ্টামী উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করা হয়। 
সম্মেলনে লিখিত বক্তব্যপাঠ করেন পরিষদের সভাপতি সুকুমা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, সাবেক সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, ঢাকা মহানগর আহ্বায়ক এডভোকেট এ কে সিকদার, সদস্য সচিব রথীন্দ্র নাথ ভট্টাচার্য, গুলশান বনানী পূজা উদযাপন ফাউন্ডেশনের সভাপতি পান্না লাল দত্ত ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোজ সেনগুপ্ত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়