বাসস
  ০৬ আগস্ট ২০২২, ১৮:৪০
আপডেট  : ০৬ আগস্ট ২০২২, ১৮:৪৯

জাতির পিতার সমাধিতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৬ আগস্ট, ২০২২ (বাসস) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন(বিএনএ) কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
আজ শনিবার দুপুরে সংগঠনের সভাপতি খান গোলাম মোরশেদ ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তারা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ই আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামিমা নাসরিন, নার্গিস খান মুন্নি, সাংগঠনিক সম্পাদক আশিষ দাস, যুগ্ম-দপ্তর সম্পাদক পূরবী ঠাকুরসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ৭১ সদস্য ও দেশের বিভিন্ন বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ের ৫ শতাধিক নার্স ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।