বাসস
  ০২ আগস্ট ২০২১, ১৪:১৩

কুমিল্লায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে যাচ্ছে করোনা আক্রান্তদের বাড়িতে

কুমিল্লা (দক্ষিণ), ২ আগস্ট, ২০২১ (বাসস) : জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় একই সঙ্গে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। এমন অবস্থায় আবারও অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা নামের একটি সংগঠন।  অক্সিজেন সিলিন্ডার করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে।
স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা বলেন, জাগ্রত মানবিকতা সর্বোচ্চ অক্সিজেন সাপোর্ট নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার মহামারি শুরু থেকে এখন পর্যন্ত ১ হাজার করোনা আক্রান্ত রোগীর জন্য অক্সিজেন সরবরাহ করেছি। তিনি বলেন, কুমিল্লা এখন করোনা আক্রান্তে সারাদেশে তৃতীয় অবস্থানে রয়েছে। খুব স্বাভাবিকভাবে এখন দিনরাত করোনা আক্রান্ত রোগীর স্বজনদের ফোন আসে। আর এদিকে ফোন পাওয়া মাত্রই জাগ্রত মানবিকতার স্বেচ্ছাসেবকরা হাসিমুখেই করোনা রোগীদের পাশে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হচ্ছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়