বাসস
  ০১ আগস্ট ২০২১, ১২:৩২
আপডেট  : ০১ আগস্ট ২০২১, ১৭:১৫

রাঙ্গামাটির অটোরিকশা চালকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

রাঙ্গামাটি, ১ আগস্ট, ২০২১ (বাসস) : করোনা পরিস্থিতিতে রাঙ্গামাটির ১ হাজার অটোরিকশা চালকদের ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে অটোরিকশা চালকদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এসব মানবিক সহায়তা প্রদান করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাগফুরুল হাসান আব্বাসী, এনডিসি বোরহান উদ্দিন মিঠু,  আদিবাসী যান্ত্রিক অটোরিকশা চালক সমিতির সভাপতি বিভাষ দেওয়ান, প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটির ১ হাজার অটোরিকশা চালকের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল,তেল আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রদান করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়