বাসস
  ৩১ জুলাই ২০২১, ২০:৫৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুইশিশুসহ তিনজন নিহত

পাবনা, ৩১ জুলাই ২০২১(বাসস): জেলায় আজ সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন দ্বারিয়াপুরে সিএনজি-চালিত অটোরিকশা ও শ্যালোইঞ্জিন-চালিত নছিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী দুইশিশুসহ তিনজন নিহত হয়েছেন।  আজ শনিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলো- শিশু সিনথিয়া (৬) ও তার বোন আয়েশা (দেড়মাস) এবং সিএনজি অটোরিকশার চালক (পরিচয় অজ্ঞাত)।  এ দুর্ঘটনায় নিহত শিশু দুইটির মা বিলকিস-সহ দু’জন গুরুতর আহত হয়েছেন। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, শনিবার বিকালে জেলার সুজানগর উপজেলা থেকে যাত্রীবাহি একটি সিএনজি চালিত অটোরিকশা কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি পাবনা-কাশিনাথপুর সড়কের দ্বারিয়াপুর নামক স্থানে পৌঁছালে বিপরিতদিক থেকে আসা শ্যালোইঞ্জিন চালিত নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু সিনথিয়া ও তারবোন আয়েশা মারা যায়।  তিনি জানান, নিহত শিশু দুইটির মা বিলকিস ও সিএনজি চালিত অটোরিকশার চালককে উদ্ধার করে কাশিনাথপুরের একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশার চালককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়