বাসস
  ৩০ জুলাই ২০২১, ১৯:৪১

চট্টগ্রামে লকডাউনের শর্তভঙ্গের দায়ে ৩০ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রাম, ৩০ জুলাই ২০২১ (বাসস) : কঠোর লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মানার শর্তে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট খোলা রাখার অনুমতি দিলেও শর্তভঙ্গের দায়ে ৩০ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রাম নগরের চৌমুহনী কর্ণফুলী বাজার, কাজীর দেউরী, সিরাজুদ্দৌল্লাহ রোড কাঁচাবাজার ও লালখান বাজার কাঁচাবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সাপ্তাহিক ছুটির দিন বাজারে মানুষের ভিড় থাকে। সেখানে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে না চলার অভিযোগ আসে আমাদের কাছে। তাই আজ নগরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ৩০ ব্যবসায়ীকে ৫ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়