বাসস
  ৩০ জুলাই ২০২১, ১৪:১৬

সিলেট বিভাগে করোনায় ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ৮ শতাধিক

সিলেট, ৩০ জুলাই, ২০২১ (বাসস) : সিলেট বিভাগে করোনা ভাইরাসে গত একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। আর এসময় আক্রান্ত হয়েছেন ৮০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় আজ শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছে। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগের দিন (২৯ জুলাই) করোনায় সিলেট বিভাগে ১২ জনের মৃত হলেও এর আগের দিন অর্থাৎ (২৮ জুলাই) ওই বিভাগে ১৭ জনের মৃত্যু হয়। 
গত একদিনে মৃত ১৭ জনের মধ্যে সিলেট জেলার ১৪ ও মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুবরণ করেন ৬৮৪ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৪৬ জন, সুনামগঞ্জের ৪৯, হবিগঞ্জের ৩০ ও মৌলভীবাজার জেলার ৫৩ জন রয়েছেন। 
এদিকে গত একদিনে করোনায়  আক্রান্ত ৮০২ জন, যা এপর্যন্ত সিলেট বিভাগে একদিনে এতো বেশি সংখ্যক আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত ২৮ জুলাই সর্বোচ্চ ৭৩৬ জন করোনা শনাক্ত হয়েছিলেন। গত একদিনে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ সংখ্যক ৪৬৪ জন, সুনামগঞ্জ ১২১ জন, হবিগঞ্জ ৫১ ও মৌলভীবাজার জেলার ১০৬ জন রয়েছেন। 
বিভাগে গত একদিনে মোট ১ হাজার ৮৩৩ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৮০২ জনের ফলাফল করোনা পজিটিভ আসে। এতে বিভাগে সংক্রমণের শতকরা হার হচ্ছে ৪৩.৭৫ ভাগ, যা আগের দিনের তুলনায় ৪ ভাগ বেশি। এনিয়ে সিলেট বিভাগে সর্বমোট করোনা রোগীর সংখ্যা হচ্ছে  ৩৯ হাজার ১১৬ জন। অপরদিকে গত একদিনে বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১৩ জন। এনিয়ে বিভাগে করোনা থেকে মোট সুস্থের সংখ্যা হচ্ছে ৩০ হাজার ৩২০ জন। গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন রোগী, যা আগের দিনের চেয়ে ২০ জন বেশি। এনিয়ে বর্তমানে মোট হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন ৪০২ জন। অপরদিকে গত একদিনে এই বিভাগে আরও ২৩৭ জনকে  হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, যা আগের দিন ছিলো ১৬৫ জন। এনিয়ে বিভাগের চার জেলায় বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৬৮৪ জন, যা আগের দিনের তুলনায় ৯০ জন বেশি রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়