বাসস
  ৩০ জুলাই ২০২১, ১৩:৫৫

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৫৯ জনকে জরিমানা

চাঁদপুর, ৩০ জুলাই, ২০২১ (বাসস) : জেলায় কঠোর লকডাউনের সপ্তম দিনে স্বাস্থ্যবিধি না মানায়, সড়ক ও পরিবহন আইন লঙ্ঘন ও সরকারি নির্দেশনা অমান্য করায় ১৫৯ জনকে ১৫৯ টি মামলায় ১ লাখ ১৫ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের  নির্বাহী ম্যাজিস্ট্রেগণ এসব পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান এসব তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত জেলা সদর ও উপজেলায় ১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ১৫৯টি মামলায় ১৫৯জনকে ১ লাখ ১৫ হাজার ১৫০টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতে কুমিল্লা থেকে আগত সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়