বাসস
  ০৪ জুলাই ২০২২, ১৬:২২

টিকিট কালোবাজারীর দায়ে চট্টগ্রামে রেলের ২ নিরাপত্তাকর্মী আটক

চট্টগ্রাম, ৪ জুলাই, ২০২২ (বাসস): রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুইকর্মিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আটক দু’জন হলেন- বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মো. রবিউল হোসেন ও সিপাহী মো. ইমরান হোসেন। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৯টি টিকিট ও টিকিট বিক্রির ১০ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।  
আজ সোমবার তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ভূঞা
তিনি বলেন, রোববার মধ্যরাতে ঢাকাগামী ট্রেনের ৯টি টিকিটসহ স্টেশনের পেছন থেকে তাদের আটক করা হয়। তারা ঈদ যাত্রার টিকিট কালোবাজারে বিক্রি করছিল। 
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে প্রতিদিন ১০টি আন্তঃনগর ট্রেনে মোট ৭ হাজার সিট রয়েছে। এগুলোর মধ্যে কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে ৩ হাজার ৫০০ টিকিট। বাকি টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এছাড়া ঈদ উপলক্ষে চাঁদপুরগামী দু’টি বিশেষ ট্রেনের টিকিটও বিক্রি করা হচ্ছে।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়