বাসস
  ২৮ জুলাই ২০২১, ১০:৫৪

জয়পুরহাটে এলজিইডির ৪৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন

জয়পুরহাট, ২৮ জুলাই, ২০২১ (বাসস) : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১৯-২০ অর্থ বছরে জয়পুরহাট জেলায় ৪৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। 
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)  সূত্র জানায়, ২০১৯-২০২০ অর্থ বছরে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প গুলোর মধ্যে রয়েছে  ২৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ৬২ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ, ১৫ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ৮০ কিলোমিটার সড়কের রক্ষণা বেক্ষণ কাজ, ৯১ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে ১১১ মিটার দু’টি ব্রীজ নির্মাণ কাজ ও ২ কোটি ২৮ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে ১৭ দশমিক ৫০ কিলোমিটার পানি সম্পদ সেক্টরের উন্নয়ন কাজ সম্পন্ন  করা হয়। 
এলজিইডি সূত্র আরও জানায়, টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপকার ভোগী জনগণের সমন্বয়ে গঠিত পানি ব্যবস্থপনা সমবায় সমিতির মাধ্যমে ১৭ দশমিক ৫০ কিলোমিটার  খালের পলি অপসারণ করা হয়েছে। ফলে চলতি বছরে জেলায় দীর্ঘ মেয়াদী বর্ষা হলেও কোন জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। এতে খালের উভয় পাশের ফসল ক্ষতির হাত থেকে রক্ষা পায়। পাশাপাশি স্লুইচ গেটের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পানি ধরে রেখে সেচ সুবিধায় অল্প খরচে অতিরিক্ত ফসল উৎপাদন করাও সম্ভব হচ্ছে।  
’মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” এ স্লোগানকে  সামনে রেখে এলজিইডি নিজস্ব অর্থায়নে মুজিববর্ষ উপলক্ষে  সড়কের  রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করছে। জয়পুরহাট জেলায় এ পর্যন্ত ৫২ কিলোমিটার সড়ক মেরামত  করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ক্ষুধা ও দারিদ্রমুক্ত  বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন  বর্তমান সরকারের প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। জেলার সড়কের টপ সোল্ডার মেরামতের কাজে নিয়োজিত ৪ শ ১৫ জনের  ৪০৮ জনই মহিলা শ্রমিক, যারা  কাজ করে তাদের  জীবিকা নির্বাহ করছেন। 
এ ছাড়াও ১০২ টি মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো সংস্কার ও নির্মাণ করা হয়েছে বলে জানান, এলজিইডি জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী  আলাউদ্দিন হোসেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়