বাসস
  ২২ মে ২০২২, ১৭:৫৮

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে মার্কিন প্রবাসী পেশাজীবীদের প্রতি আহ্বান

ঢাকা, ২২ মে, ২০২২ (বাসস) : যুক্তরাষ্ট্রে সফরকারী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরো জোরদারে প্রবাসী বাংলাদেশী আমেরিকান পেশাজীবীদের সক্রিয় অংশ গ্রহণের আহ্বান জানিয়েছে।
এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটির চেয়ারম্যান মুহাম্মদ ফারুক খান বাংলাদেশী আমেরিকান শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সাথে শনিবার এক মত বিনিময়কালে এ আহ্বান জানান।
সভায় বক্তৃতাকালে তিনি বাংলাদেশী-আমেরিকান পেশাজীবীদের দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন।
এ সময় পেশাজীবীরা ঢাকা-ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক আরো জোরদার ও সহযোগিতা বাড়াতে নানা পরামর্শ দেন।
ফারুক খান  নিয়মিত এ ধরনের বৈঠক আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং দেশের আরো উন্নয়নে বাংলাদেশী-আমেরিকান পেশাজীবীদের পরামর্শ চান।
সভায় প্রতিনিধি দলটির অন্যান্য সদস্য নূরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদও বক্তব্য রাখেন।
এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা আরো জোরদারের জন্য দূতাবাসের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ব্রিফ করেন। দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে তাদের পাঁচ দিনের সফর শেষে আজ ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ছাড়ার কথা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়